What is IC Integrated Circuit. IC ইন্টিগ্রেটেড সার্কিট কি।
ইন্টিগ্রেটেড সাকিট
I.C. বা ইন্টিগ্রেটেড সার্কিট উন্নতির সাথে সাথেই আসে পরিবর্তন এবং সংশোধন। I.C হচ্ছে ইলেকট্রনিক্সের উন্নতির এক নতুন অধ্যায়। বড় বড় ইলেকট্রনিক্স সার্কিটের ছোট রুপ বা সংস্করণ হচ্ছে I.C. একটা ছোট সিলিকন টুকরোর মধ্যে অজস্র ডায়োড , ট্রানজিষ্টার , ফেট , রেজিষ্টর এবং ক্যাপাসিটর নির্মিত সার্কিট অবস্থান করতে পারে। এটা খুব ছোট আকারের হয়। I.C-র মধ্যে কয়েল বা ইন্ডাক্টর বা ট্রান্সফরমারের অবস্থান রাখা হয় না। I.C. ব্যবহারে কতকগুলি অত্যাধিক সুবিধা পাওয়া যায়। যেমন -- এর ওজন কম ও আয়তনেও খবই ছোট। এক সঙ্গে বহু তৈরি হওয়ার জন্য প্রতিটির দামও কম, বড় বড় ডিসক্রিট সার্কিটগুলোর থেকে অনেক কম কারেন্টে চলে। বড় সার্কিট তৈরি করতে গেলে ভুলদ্রান্তি থাকার সম্ভাবনা থাকে। কিন্তু I.C. ব্যবহারের ক্ষেত্রে কানেকশন কম লাগে ( ছোট সার্কিটের জন্য ), ফলে ভুল দ্রান্তিও কম হয় আর ছোট কম্পোনেন্টের বলে এটা খুব সহজে পরিবর্তনও করা যায়। তবে মূল অসুবিধে হল অতিরিক্ত তাপ I.C সহ্য করতে পারে না সেজন্য সাবধানে ঝালাই করতে হয়। এমনকি কিছু কিছু I.C. স্ট্যাটিকচার্জে ( স্থির বিদ্যুতে ) নষ্ট হয়ে যেতে পারে। যে সিলিকন খন্ডে পুরু সার্কিটটা I.C. -তে অবস্থান করে , তাকে ওয়েফার বা সাবষ্টেট বলে। মনোলিথিক
( Monolithic ) I.C. গুলো একটা কঠিন গঠনের মধ্যেই পুরো I.C-টা ওয়েফারের ওপর নির্মিত হয়। এখনকার দিনে বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন হয়। ১) SSI ( স্মল স্কেল ইন্টিগ্রেশন )--- প্রায় 30 টা ইলেকট্রনিক্স সার্কিট বা তার কম এর মধ্যে থাকে। ২) MSI ( মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন ) --- প্রায় 30 থেকে 100 টা সার্কিট থাকে। ৩) LSI ( লার্জ স্কেল ইন্টিগ্রেশন ) --- 100 থেকে 1,00,000 সার্কিটের অবস্থান থাকে। ৪) ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন 1,00,000 থেকেও বেশি সার্কিটের অবস্থান এতে থাকে।
কোন মন্তব্য নেই