How to make printed circuit board. কিভাবে প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করবেন।
প্রিন্টেড সার্কিট বোর্ড
বাস্তবক্ষেত্রে বহু কম্পোনেন্ট এর সাহায্যে জটিল সার্কিট তৈরি করতে তারের জটলার সৃষ্টি হয়। এই জন্য বহুদিন থেকেই লোহার চেসিসের উপর ট্যাগ বোর্ড, ট্যাগ ষ্টিপ ইত্যাদির সাহায্যে সার্কিট কমপ্লিট করা হত। এতে ওয়ারিং এর ঝামেলা প্রচুর এবং যেমন অনেক জায়গা প্রয়োজন হয় তেমনি সার্কিট বুঝতেও খুব অসুবিধা হয়। সেই সব অসুবিধে দূর করার জন্য এখনকার দিনে P.C.B. ব্যবহার করা হয়। এটি প্রকৃত পক্ষে ভাল ব্যাকেলাইট জাতীয় ( ইনসুলেটর/অন্তরক ) বোর্ডে সুন্দর তামার পাতের ওয়্যারিং ছাড়া আর কিছুই নয়। আজকাল এই ধরনের P.C.B. টিভি , কালার টিভি , এমনকি কম্পিউটারেও ব্যবহৃত হচ্ছে। P.C.B. সম্পূর্ণরূপ নেওয়ার আগে এগুলি প্রাথমিক অবস্থায় কপার ক্লটেড বোর্ড হিসাবে থাকে। এক প্রকার ব্যাকেলাইট জাতীয় অপরিবাহী ( অন্তরক ) বোর্ডের উপর পাতলা তামার প্রচ্ছদ দেওয়া থাকে। সম্পূর্ণ তামার আস্তরণ দেওয়া এই বোর্ড বাজারে কিনতে পাওয়া যায়। ইনসুলেটর বা অন্তরক হিসাবে ফেনল এপক্সি কিংবা গ্লাস এপক্সি ব্যবহার করা থাকে। নির্দিষ্ট ইলেকট্রনিক সার্কিট এর জন্য নির্দিষ্ট কপার সাইড কম্পোনেন্ট লে আউট প্রস্তুত করে নেওয়া হয়। অর্থাৎ প্রতিটি সার্কিটের জন্য কম্পোনেন্টগুলো P.C.B. তে কিভাবে বসানো হবে তার জন্য নির্দিষ্ট ছক এঁকে নেওয়া হয় , একেই লে আউট বলে। লে আউটের মাধ্যমে প্রয়োজনীয় সার্কিটকে অবিকল তৈরি করে নেওয়া যেতে পারে। ব্যবসায়িক উদ্দেশ্যে লে আউটের প্রিন্টিং ডিজাইনকে সুন্দরভাবে এঁকে সিল্কস্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে কপার ক্লটেড বোর্ডে ছেপে নেওয়া হয়। খুব সুন্দর ও ভাল
লে আউট করার জন্য ভাল ডিজাইন টেপ ইলেকট্রনিক্স বাজারে কিনতে পাওয়া যায়। হবিইষ্টরা দু একটি P.C.B. তৈরি করতে ইচরেজিষ্ট টেপ ব্যবহার করেন। এর সাহায্যে কপার ক্লটেড বোর্ডের টুকরোর পুরো লে আউট করে ফেরিক ক্লোরাইট সলিউশনে ডুবিয়ে তারা P.C.B. তৈরি করেন। অ্যাসিড প্রফ এবং ইচ রেজিষ্ট কালির সাহাজ্যেও ক্লটেড বোর্ডের টুকরোয় লে আউট এঁকে নিয়ে দু এক পিস P.C.B. তৈরি করা যায়। সাধারণতঃ অনেক P.C.B. একই লে আউট করার জন্য সিল্ক স্ক্রিন প্রিন্টিং হয়ে থাকে। প্রিন্টিং এর আগে বোর্ডকে নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয়। ছাপার পর ইচিং ট্রে বা কোন কলাই এর ট্রেতে ফেরিক ক্লোরাইড জলে গুলে কয়েক ফোঁটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দেওয়া হয়। এরপর ছাপা বোর্ডগুলো এই দ্রবণে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়। কয়েকমিনিট পরে বোর্ড এর রংহীন অংশ কপার দ্রবণে মিশ্রিত হয়ে যায় আর তক্ষুনি বোর্ডগুলো তুলে কষ্টিক সোডা বা রিডিউসারের সাহায্যে ছাপা অংশের রং তুলে নেওয়া হয়। এর পর হ্যান্ড ড্রিল বা ড্রিল এর সাহায্যে প্রয়োজনীয় ফুটোগুলো করে নিতে হয়। এরপর ভাল করে P.C.B. গুলো পরিষ্কার ও শুকনো করে নিয়ে থিনারের প্রলেপ দিয়ে দেওয়া হয় যার ফলে উম্মুক্ত কপার ফয়েল থাকে না এবং ধুলো ময়লার হাত থেকে যেমন বোর্ডটি রক্ষা পায় তেমনি কপার বাতাসের আদ্রতায় সালফেশনে আক্রান্ত হয় না। তৈরি P.C.B. তে বিভিন্ন কম্পোনেন্টস বসিয়ে সোল্ডারিং বা ঝালাই করে সার্কিট পুরো তৈরি করা হয়।
কোন মন্তব্য নেই