Basic Electronics ( বেসিক ইলেকট্রনিক্স )
বেসিক ইলেকট্রনিক্স
ইলেকট্রনিক্সের তত্ত্বমূলক আলোচনা বা থিওরিটিক্যাল শিক্ষার বহু বই ইংরেজি কিংবা বাংলায় পাওয়া যায়। কিন্ত বাস্তব প্রয়োজনীয়তায় এবং ব্যাবসায়িক প্রয়োজনে ইলেকট্রনিক্সকে জানার দৃষ্টিভঙ্গি পৃথক। ইলেকট্রনিক্সের কাজকর্ম প্র্যাকটিক্যালি করেন বা করবেন তাদের প্রয়োজনেই লেখা। সুক্ষাতি গভীর আলোচনার চেয়ে প্রয়োজনীয় বহু তথ্য ও বিষয় দিয়ে সাজানো হয়েছে। আশা করি এখন আপনাদের আরও ভালো লাগবে। অল্পসময়ে ভালোভাবে শেখা আর প্রয়োজন মতো জানার জন্য। অনেক অনেক পড়ার কষ্ট লাঘব করার ছোট্ট প্রয়াস মাত্র। এ ব্যাপারে সব ধরনের উপদেশ, অনুরোধ আর সমালোচনা বিশেষভাবে গ্রহণ করা হবে --
কোন মন্তব্য নেই