Header Ads

Header ADS

How a inductor and transformer work. কিভাবে একটি কয়েল ও ট্রান্সফরমার কাজ করে।

 কয়েল ও ট্রান্সফরমার

 


কোন গোলাকার দন্ডের উপর পরিবাহী তার জড়ালে যে জিনিষের সৃষ্টি হয় তাকে কয়েল বলে। কয়েলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠালে কয়েল একটি চুম্বকে পরিণত হয়। প্রধানতঃ ডি,সি, প্রয়োগ করলে স্থির উত্তর ও দক্ষিণ মেরুর সৃষ্টি হয়। কিন্তু এ,সি, প্রয়োগ করলে প্রতি সেকেন্ডে মেরুর পরিবর্তন হয়। কতবার পরিবর্তন হবে সেটা এ,সি, লাইনের কম্পাঙ্কের উপর নির্ভর করে। যখন কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় , তখন কয়েলের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। এই ম্যাগনেটিক ফিল্ড তড়িৎ প্রবাহকে বাধা দেয়। ফলে একটি বিপরীতমুখী তড়িৎ চালক বলের সৃষ্টি হয়। প্রধানতঃ বিদ্যুৎ প্রবাহের শুরুতে ও শেষে এই বলের উদ্ভব হয়। এই কয়েল প্রধানতঃ এন্টেনা তৈরি করতে অসিলেটর হিসাবে ব্যবহার করা হয়। দুটো কয়েল পাশাপাশি রেখে একটি কয়েলে বিদ্যুৎ প্রয়োগ করলে অপর কয়েলটি তার আবেশে আবিষ্ট হয়। দ্বিতীয় কয়েলকে আবিষ্ট কয়েল বলে। প্রথম কয়েল অর্থাৎ যেটাতে বিদ্যুৎ প্রয়োগ করা হয় তাকে প্রাইমারী কয়েল বলে। এবং যেটা আবিষ্ট হয় তাকে সেকেন্ডারী কয়েল বলে। প্রধানতঃ পাওয়ার সাপ্লাই কমানো কিম্বা বাড়ানোর জন্য এইপ্রকার ট্রান্সফরমার কাজে লাগে। এছাড়া রেডিওর সাউন্ড আউটপুট হিসাবে ড্রাইভার ট্রান্সফরমারের কাজও করে থাকে। এছাড়া কয়েল দুটির চৌম্বক বন্ধনীর সংযোগ রাখার জন্য কয়েলের ভিতরে লোহার কিংবা ফেরাইটের কোর ব্যবহার করা হয়। ট্রান্সফরমার একটা বিশেষ কম্পোনেন্ট যে বিদ্যুৎ প্রবাহ ছাড়াই দু'টি সার্কিটের মধ্যে সংযোগ ঘটায়। ট্রান্সফরমার তৈরীর সময় ইনপুট ও আউটপুট ম্যাচিং করে তৈরী করা হয়। ইম্পিডেন্স হলো একটি এ,সি, সার্কিটের নিজস্ব বাধাদানের বৈশিষ্ট। ট্রান্সফরমার প্রধানত এ,সি, সার্কিটে ব্যবহার হয়ে থাকে। ট্রান্সফরমারে প্রাইমারী কয়েলে এ,সি, প্রয়োগ করা হলে কোরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। এই ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ডারী কয়েলে আবিষ্ট হয়। এই আবেশের পরিমাণ কয়েলে ব্যবহৃত তারের গেজ , কয়েলের পাক , ব্যবহৃত কোর , ও তার আয়তন ইত্যাদির উপর নির্ভর করে। ইনসুলেটর ও কোন এ,সি-র লস-কে সর্বনিম্ন করে রাখে।

ট্রান্সফরমার প্রধানত দু'প্রকার-- স্টেপ আপ ও স্টেপ ডাউন। স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনপুটে প্রযুক্ত ভোল্টেজ অপেক্ষা আউটপুটে বা সেকেন্ডারী কয়েলে নির্গত ভোল্টেজ বেশি হয় , অন্যদিকে স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারী কয়েলে প্রযুক্ত ভোল্টেজ অপেক্ষা সেকেন্ডারী কয়েল থেকে নির্গত ভোল্টেজ কম হয়। এছাড়া IFT ট্রান্সফরমার , ড্রাইভার ট্রান্সফরমার প্রভৃতি কার্যগত দিক থেকে ভিন্ন ভিন্ন হলেও গঠনগত দিক থেকে প্রায় এক। 

লো ফ্রিকোয়েন্সি চোক-- এটি আসলে একটি কয়েল , এই চোক পাওয়ার সাপ্লাইতে ব্যবহার হয়। এ,সি, কে ডি,সি, ও ফিল্টার করার পর যে রিপল থাকে তাকে ফিল্টার করার জন্য এই চোক ব্যবহার করা হয়। 

রেডিও ফ্রিকোয়েন্সি চোক-- ইহা একপ্রকার কয়েল। এটি রেডিও ফ্রিকোয়েন্সি কে ফিল্টার করতে কাজে লাগে এবং লো ফ্রিকোয়েন্সি চোকের তুলনায় সেকেন্ডারি অংশে তারের পাক অনেক বেশি। কার্যগত ভাবে বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জে ইলেকট্রনিক্স সার্কিটে ব্যাবহৃত ট্রান্সফরমারকে নিম্নলিখিতভাবে ভাগ করা হয় --

১) অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার--- এগুলি সাধারণতঃ 20Hz থেকে 20KHz পৰ্যন্ত অডিও ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে। এদের কোর ল্যামিনেটেড এবং পাওয়ার ট্রান্সফর্মারের চাইতে ছোট হয়। এগুলি ব্যাবহৃত হয় ইম্পিডেন্স ম্যাচিং এর ক্ষেত্রে। তবে ভোল্টেজ এমপ্লিফিকেশনেও ব্যাবহৃত হয়। এদের বিভিন্ন মান অনুযায়ী ইনপুট ও আউটপুট ট্রান্সফরমার , মাইক্রোফোন ট্রান্সফরমার , মডিউলেশন ট্রান্সফরমার এবং ইন্টারেষ্টেড ট্রান্সফরমার ইত্যাদিতে ব্যবহার করা হয়। 

২) ইন্টার মিডিয়েট ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার (I.F.T.)--- বেশি ফ্রিকোয়েন্সিতে কর্মক্ষম এই ধরণের ট্রান্সফরমারকে রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার বলা হয়। এগুলি সাধারণতঃ পরিবর্তনশীল ট্রান্সফরমার হয় এবং ফেরাইট কোর বা এয়ার কোর দিয়ে প্রস্তুত করা হয়। রেডিও এর ইন্টার মিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজে ওয়েভ ফিল্টারেশনের জন্য এই ট্রান্সফরমার ব্যাবহৃত হয়। 

৩) পাওয়ার ট্রান্সফরমার--- পাওয়ার সাপ্লাইতে ব্যবহৃত এই ট্রান্সফরমার ল্যামিনেটেড কোর দিয়ে তৈরি হয়। এগুলির একটি প্রাথমিক তারের পাক এবং একটি বা তার বেশি সেকেন্ডারী তারের পাক থাকে , যেগুলি ইনসুলেটেড থাকে। 

৪) অটো ট্রান্সফরমার--- এটি একটি বিশেষ ধরনের ট্রান্সফরমার , এই ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি শর্ট করা থাকে। 

৫) E.H.T. ট্রান্সফরমার--- টিভি , কালার টিভি ,মনিটার প্রভৃতিতে এক্সট্রা হাই টেনশন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এই সব যন্ত্রাদিতে অতিরিক্ত হাই ভোল্টেজ সৃষ্টি করতে এই ট্রান্সফরমার ব্যবহার করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.